top of page
Occult Astrology/তন্ত্র জ্যোতিষ
যেটা যন্ত্রের দ্বারা করা সম্ভব নয় সেটাই তন্ত্রের দ্বারা করা সম্ভব, তন্ত্র একটি বিদ্যা, এই শিক্ষা অর্জন করতে হয় কিন্তু কেউ শিখব বললেই শিখতে পারেনা। একজন ব্যক্তির জন্ম ছকে লেখা থাকবে সে ভালো তান্ত্রিক হতে পারবে কিনা। একজন ভালো জ্যোতিষ ভালো তান্ত্রিক হতে পারে এর জন্য দরকার সঠিক প্রশিক্ষণ এবং দীর্ঘদিনের সাধনা। জ্যোতিষ+আধ্যাত্মিকতা থেকেই তন্ত্রের সৃষ্টি। তন্ত্রের দ্বারা অনেক অসাধ্য সাধন করা সম্ভব।
কামাখ্যা তন্ত্রে জীবনের প্রতিটি সমস্যার অব্যর্থ সমাধান রয়েছে।
মানুষ যখন তাদের সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, আমাদের তরফ থেকে খুব দায়িত্ব সহকারে বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিযুক্ত অভিজ্ঞ ও দক্ষ সিদ্ধতান্ত্রিক দ্বারা সেই সমস্যার সম্পূর্ণরূপে নির্মূল করা হয়ে থাকে।
bottom of page